Logo

সারাদেশ

উত্তরার দুর্ঘটনায় ঝরে গেল ৯ বছরের ফাতেমা, পরিবারে বইছে শোকের মাতম

Icon

শেখ আবু তালেব, বাগেরহাট

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:২০

উত্তরার দুর্ঘটনায় ঝরে গেল ৯ বছরের ফাতেমা, পরিবারে বইছে শোকের মাতম

ছবি : বাংলাদেশের খবর

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ৯ বছরের ফাতেমা আক্তারকে বাগেরহাটের চিতলমারীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে রাতেই মরদেহ পৌঁছালে এলাকায় শোকের মাতম নেমে আসে।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের বাতাস। ছোট্ট ফাতেমাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ।

ফাতেমা আক্তার কুয়েতপ্রবাসী বনি আমিন ও গৃহবধূ রূপা আক্তার দম্পতির বড় মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার বড়। মা ও ভাইবোনদের নিয়ে ঢাকার উত্তরায় থাকত ফাতেমা।

তার চাচা সৈয়দ নোমান হোসেন বলেন, ‘দুর্ঘটনার সময় আমি মাইলস্টোন স্কুলের আশপাশেই ছিলাম। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যাই, উদ্ধার কাজেও অংশ নিই। তখন জানতাম না আমার ভাতিজি মারা গেছে। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করি।’

চাচী মুক্তি বেগম বলেন, ‘ছোট্ট একটা প্রাণ! কেউ ভাবেনি ফাতেমা এভাবে আমাদের ছেড়ে যাবে। ওর বাবা-মা এখনও বাকরুদ্ধ। পুরো গ্রাম আজ নিস্তব্ধ।’

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায়। প্রাণ হারান স্কুলের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর