Logo

সারাদেশ

হুমায়রার লাশ বাবার কাঁধে, শোকে স্তব্ধ সখিপুর

Icon

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৪২

হুমায়রার লাশ বাবার কাঁধে, শোকে স্তব্ধ সখিপুর

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কেরানীপাড়ার ছোট্ট মেয়ে মেহেনাজ আক্তার হুমায়রা (৮) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে।

হুমায়রা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন রানা ওই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের শিক্ষক।

প্রতিদিন বাবার হাত ধরে স্কুলে যাওয়া-আসা করত হুমায়রা। কিন্তু সোমবার (২১ জুলাই) সকালে বাবার হাত ধরে স্কুলে গেলেও বিকেলে বাবার কাঁধে করেই বাড়ি ফিরল লাশ হয়ে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় নিজ গ্রাম হতেয়া কেরানীপাড়ায় জানাজা শেষে মেয়েকে পারিবারিক কবরস্থানে দাফন করেন শোকার্ত বাবা। জানাজায় অংশ নেন হাজারো মানুষ।

হুমায়রার বাবা দেলোয়ার হোসেন রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা শুরু করেন। কর্মসূত্রে স্ত্রী ও একমাত্র মেয়ে হুমায়রাকে নিয়ে ঢাকায় বসবাস করতেন।

হুমায়রার মৃত্যু তার বাবার চোখের সামনে ঘটেছে। তিনি কিছু বুঝে ওঠার আগেই নিভে গেছে মেয়ের জীবন প্রদীপ।

সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে গিয়ে হতাহত হয় বহু শিক্ষার্থী।

সখিপুরের মানুষের চোখেও এখন শুধুই কান্না আর বিষাদের ছায়া। হুমায়রার শোকে গোটা এলাকা স্তব্ধ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর