Logo

সারাদেশ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে নীলফামারীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৪৭

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে নীলফামারীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন নীলফামারীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন এসএসসি-২৫ ব্যাচের শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেন নীলফামারী সরকারি কলেজ, মহিলা কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মশিউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

তারা অভিযোগ করেন, ‘চলমান এইচএসসি পরীক্ষার খাতা টিকটকের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে, এটা কোনো শিক্ষা পদ্ধতি হতে পারে না।’

সরকারি কলেজের শিক্ষার্থী রিয়াদ জামান বলেন, ‘শিক্ষা উপদেষ্টার দায়িত্বহীনতা আমরা মেনে নিতে পারি না। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’

অন্য শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় এত শিক্ষার্থী মারা গেলেও শিক্ষা উপদেষ্টার কোনো সাড়া নেই। ফোন করেও পাওয়া যাচ্ছে না।’

তারা আরও বলেন, ‘তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে দেখা করার পরই গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। অথচ শিক্ষা উপদেষ্টার কোনো ভূমিকা নেই। এটা দুঃখজনক।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সি.আর. আবরার বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর