কালীগঞ্জে এসএসসি-দাখিলের ফল বিশ্লেষণে কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৪৯
-687f6cc3d3dec.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ শিক্ষাপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
কর্মশালার শুরুতে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আলোচনায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফল বিশ্লেষণ করে উত্তরণের করণীয় নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের ফল উন্নয়নে শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত ভূমিকা ও প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া এবারের পরীক্ষায় ভাল ফল অর্জন করায় উপজেলা পর্যায়ে তিনটি স্কুল ও তিনটি মাদ্রাসাকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের জন্য পুরস্কৃত করা হয়।
ইউএনও তনিমা আফ্রাদ বলেন, ‘শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে। শুধু ফল নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনেও গুরুত্ব দিতে হবে।’
এআরএস