Logo

সারাদেশ

কালীগঞ্জে এসএসসি-দাখিলের ফল বিশ্লেষণে কর্মশালা

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৪৯

কালীগঞ্জে এসএসসি-দাখিলের ফল বিশ্লেষণে কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ শিক্ষাপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।

কর্মশালার শুরুতে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আলোচনায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফল বিশ্লেষণ করে উত্তরণের করণীয় নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের ফল উন্নয়নে শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত ভূমিকা ও প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া এবারের পরীক্ষায় ভাল ফল অর্জন করায় উপজেলা পর্যায়ে তিনটি স্কুল ও তিনটি মাদ্রাসাকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের জন্য পুরস্কৃত করা হয়।

ইউএনও তনিমা আফ্রাদ বলেন, ‘শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে। শুধু ফল নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনেও গুরুত্ব দিতে হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর