Logo

সারাদেশ

জয়পুরহাট মাছুয়া বাজার

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কোটি টাকার বাণিজ্য

Icon

মাহফুজ রহমান, জয়পুরহাট

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৫৩

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কোটি টাকার বাণিজ্য

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাট শহরের মাছুয়া বাজারে প্রতিদিন কোটি টাকার বেচাকেনা চলছে। তবে দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে অবকাঠামোগত দুরবস্থা ও নোংরা পরিবেশে ঝুঁকির মধ্যে রয়েছে ব্যবসা ও ক্রেতাদের জীবন।

প্রায় ৩০ বছর আগে নির্মিত এই ভবনের ছাদ ফাটল ধরেছে, রড জং ধরে গেছে এবং পিলার দুর্বল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বাজারে যথাযথ পরিচর্যা বা সংস্কার হয়নি।

বাজারে প্রবেশের সঙ্গে সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং কাদা পানি চোখে পড়ে। মাছ ও মাংস বিক্রির গলিতে ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে পানি ও আবর্জনায় ভরে থাকে পথগুলো।

ক্রেতা জুলফিকার রহমান বলেন, ‘ভালো কাপড় পরে এলে বাসায় গিয়ে গোসল করতেই হয়। বাজারের এই অবস্থা লজ্জাজনক।’

ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, ‘ভাড়া তিনগুণ হলেও বাজারের উন্নয়ন নেই। ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে।’

বাজার কমিটির সভাপতি ইব্রাহীম হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে পৌরসভা ভাড়া নিচ্ছে, কিন্তু সংস্কারে কোনো পদক্ষেপ নেই।’

জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহা. সবুর আলী জানান, ‘বাজার সংস্কারের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। দ্রুত চুক্তি করে কাজ শুরু করা হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর