Logo

সারাদেশ

শ্রীপুরে পিকআপের ধাক্কায় বাবা নিহত, দুই স্কুলছাত্রী মেয়ে আহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:১১

শ্রীপুরে পিকআপের ধাক্কায় বাবা নিহত, দুই স্কুলছাত্রী মেয়ে আহত

গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাসুদ রানা (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই মেয়ে, যারা স্কুলছাত্রী।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকায় অটো স্পিনিং মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা। তিনি দুই মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তার বড় মেয়ে মাহি আক্তার (১২) অষ্টম শ্রেণির ও ছোট মেয়ে মনিয়া আক্তার (৯) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্ত্রী লায়লা বলেন, ‘আজ তাদের মাসিক মূল্যায়ন পরীক্ষা ছিল। স্কুলে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় আমার স্বামী ঘটনাস্থলেই মারা যান। বড় মেয়ের পা ভেঙে গেছে, ছোট মেয়েও গুরুতর আহত।’

আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মাওনা হাইওয়ে থানার ওসি আয়ূব আলী জানান, ‘পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর