খাগড়াছড়িতে পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:১৭
-687f733cd3262.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি পৌর শহরের সড়ক, ফুটপাত, বাজার ও যান চলাচলব্যবস্থার সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে পৌর প্রশাসন। এতে পৌর এলাকার ব্যবসায়ী, যানবাহন চালক সমিতি, ট্রাফিক বিভাগ, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। বক্তব্য দেন জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মো. জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম ও বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি আসলাম কাল।
বক্তারা বলেন, খাগড়াছড়িকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের ওপর গুরুত্ব দেন তারা। সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক আইন মানার এবং সিগন্যাল ব্যবহারের আহ্বান জানান বক্তারা।
ছোটন বিশ্বাস/এআরএস