Logo

সারাদেশ

সরাইলে সিএনজিতে নারীকে হাতুড়ি পেটা, টাকা-স্বর্ণালঙ্কার ছিনতাই

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৩৩

সরাইলে সিএনজিতে নারীকে হাতুড়ি পেটা, টাকা-স্বর্ণালঙ্কার ছিনতাই

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকশায় এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জুর বানু উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নাথপাড়া এলাকার বাসিন্দা।

জুর বানুর ছেলে আব্বাস মিয়া জানান, মা ইসলামবাদ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর যাওয়ার পথে সিএনজিতে ওঠেন। চালক ও যাত্রীবেশে থাকা দুই ছিনতাইকারী কিছু দূর গিয়ে গাড়ির গন্তব্য পরিবর্তন করে ভেতরের রাস্তা দিয়ে চলতে থাকে। একপর্যায়ে তারা হাতুড়ি দিয়ে আঘাত করে ১ লাখ ৬৪ হাজার টাকা, ১২ আনা স্বর্ণের চেইন ও ৫ আনা কানের দুল ছিনিয়ে নেয় এবং বিজয়নগরের রামপুর এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আমি ছুটিতে ছিলাম, এ বিষয়ে অবগত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছিনতাই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর