মাইলস্টোন ট্রাজেডি
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৩৬
-687f77d57e5a2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘ভুয়া ভুয়া শিক্ষা উপদেষ্টা’সহ নানা স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিমান দুর্ঘটনার পরও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা ‘উদাসীন সিদ্ধান্ত’ বলেও তারা দাবি করেন।
এইচএসসি পরীক্ষার্থী তাবাসসুম বলেন, ‘আমরা পরীক্ষার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু রাতে এসে জানানো হলো পরীক্ষা স্থগিত। এটা অযোগ্যতার পরিচয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার সদস্য সচিব সাকিব খান বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাতমাথায় গিয়ে গায়েবানা জানাজা আদায় করেন শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘শিক্ষার্থীদের দাবি লিখিত আকারে পেলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
উল্লেখ্য, সোমবার রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এআরএস