Logo

সারাদেশ

সোনাগাজীতে দেশি অস্ত্রসহ ‘জামাই আরিফ’ গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৩৯

সোনাগাজীতে দেশি অস্ত্রসহ ‘জামাই আরিফ’ গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রাম থেকে দেশি তৈরি একটি পাইপগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি আরিফ হোসেন ওরফে জামাই আরিফ (৩২), মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন জানান, সোমবার (২১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতি চেষ্টার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর