হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য কাচারি ঘর

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৪১
-687f79037a398.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গ্রামবাংলার আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত কাচারি ঘর এখন হারিয়ে যেতে বসেছে। এক সময় এটি ছিল মেহমানখানা, বৈঠকখানা, মক্তব কিংবা নামাজের স্থান।
বর্তমানে ড্রয়িংরুমের আধুনিক সংস্করণ চালু হলেও গ্রামীণ সমাজে কাচারি ঘরের ব্যবহার একপ্রকার বন্ধই হয়ে গেছে।
পূর্বধলা উপজেলার রাজপাড়া হাজী বাড়িতে দেখা মেলে একটি পুরোনো কাচারি ঘরের। বাড়ির বংশধর আলমগীর বাশার সুমন জানান, একসময় এলাকাবাসীকে নিয়ে এ ঘরে রমজানের শেষ সময়ে ইফতার ও সেহেরির আয়োজন হতো। তবে এখন পরিবারের ঘরে ঘরেই ড্রয়িংরুম থাকায় কাচারি ঘরের প্রয়োজন ফুরিয়েছে।
এক সময় এই কাচারি ঘরেই থাকতেন মুসাফির, জায়গীর মাস্টার বা অতিথিরা। শিক্ষার্থীরা পড়ালেখা করতো, শ্রমিকরা বিশ্রাম নিতো। মূল ঘর থেকে খানিক দূরে আলাদা স্থানে খোলা পরিবেশে নির্মিত হতো এসব কাচারি ঘর।
কালক্রমে আধুনিক জীবনের চাপে গ্রামীণ এই ঐতিহ্য এখন বিলুপ্তির মুখে।
এআরএস