Logo

সারাদেশ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে নওগাঁয় বিক্ষোভ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৫০

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে নওগাঁয় বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সিদ্ধান্তহীনতার প্রতিবাদে নওগাঁয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নওগাঁ সরকারি বিএমসি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

শিক্ষার্থীরা স্লোগানে বলেন, ‘দফা এক, দাবি এক—আবরারের পদত্যাগ’, ‘শোকের নামে অত্যাচার, আবরার তুই গদি ছাড়’।
সরকারি বিএমসি কলেজের পরীক্ষার্থী রায়া ইসলাম বলেন, ‘রাত ৩টায় পরীক্ষার স্থগিতাদেশ দেওয়া অমানবিক। সকালে অনেকে কেন্দ্রে গিয়েও পরীক্ষা দিতে পারেনি।’

নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রাফিউল বারি রাজন বলেন, “যদি উপদেষ্টার কথাও না শোনা হয়, তাহলে তিনি কিসের উপদেষ্টা? আমরা সচিব ও উপদেষ্টার পদত্যাগ চাই।”

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার আগেই সিদ্ধান্ত জানালে এমন দুর্ভোগ হতো না। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক পরীক্ষার্থী।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর