
ফেনীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক। ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে ইয়াবাসহ নুরুল আবছার (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফেনী শহরের পূর্ব বিজয় সিংহ এলাকার হাজী রমিজ উদ্দিন ব্যাপারীর বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির আবদুল গফুরের ছেলে নুরুল আবছারের ঘরে তল্লাশি চালিয়ে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আবু তাহের। ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনি ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে আটক নুরুল আবছারকে থানায় হস্তান্তর করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, জেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এমবি