Logo

সারাদেশ

মানিকগঞ্জে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৫৫

মানিকগঞ্জে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) কলেজ অডিটোরিয়ামে মৌচাক সাহিত্য সংসদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য ফিরোজ আহমেদ সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

প্রধান অতিথি মো. আলী আশরাফ বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যুগান্তকারী শিক্ষা উদ্যোগ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত খুলেছে। এখন তারেক রহমান গবেষণাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছেন।’

অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। পাশাপাশি ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর