বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধে মহাসড়ক অচল

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:০০
-687f7d44bcad8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ঘটনায় সঠিক তথ্য প্রকাশ এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি গভীর রাতে পরিবর্তনের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান করছিলেন। যার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। অবরোধের কারণে উভয়পাশে অসংখ্য যানবাহন আটকে পড়েছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঘটনাস্থলে উত্তরার দুর্ঘটনায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিমান দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি, অনেক পরিবার সন্তানদের খুঁজে পাচ্ছেন না। এ ছাড়া তারা গভীর রাতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত’ বলে দাবি করেন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘পরীক্ষা স্থগিতের বিষয়ে আমি গভীর রাতে জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা লিখিতভাবে দাবি দিলে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
এআরএস