-687f8291a5300.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয় সপুরা কবরস্থানে।
তার জানাজায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য ও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। একনজর শেষবারের মতো দেখতে উপশহরের বাসভবন, স্টেডিয়াম ও কবরস্থানে ভিড় করেন শত শত নারী-পুরুষ। এ সময় শোকাহত স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে সাগরের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। পরে সেখান থেকে বাসায় এবং জানাজার জন্য স্টেডিয়ামে নেওয়া হয়।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর নিহত হন। এ ঘটনায় আহত হন ওই স্কুলের বহু শিক্ষার্থী।
সাগরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীতে বসবাস করছিলেন। নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর তিনি ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। ২০১৬ সালে এইচএসসি পাস করে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন।
এআরএস