
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
পটুয়াখালীর মহিপুরে পানিতে ডুবে মো. আবুবক্কর (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুবক্কর ওই গ্রামের মো. জহিরুল ইসলাম হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের অজান্তে আবুবক্কর বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এআরএস