Logo

সারাদেশ

মাইলস্টোন দুর্ঘটনায় ভূঞাপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:৪৩

মাইলস্টোন দুর্ঘটনায় ভূঞাপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রার্থনায় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তার আগে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দীন নিহতদের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন।

আব্দুল লতিফ তালুকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর