নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:৪৭
-687f886f3d36a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে।
হাসপাতালের ২১টি চিকিৎসক পদের মধ্যে ১৭টি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গাইনি, সার্জারি, শিশু, চর্ম ও যৌন, অর্থপেডিক্স, মেডিসিন ও এনেসথেসিয়া বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য। মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে পরিচালিত হচ্ছে পুরো হাসপাতাল। ১০টি কনসালটেন্ট পদের বিপরীতে রয়েছেন মাত্র একজন।
এছাড়া ৩০টি নার্স পদের মধ্যে কর্মরত ১৯ জনের মধ্যে পাঁচজন প্রেষণে, দু’জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। সেকমো পদে রয়েছে মাত্র তিনজন। রেডিওলজিস্ট না থাকায় এক্স-রে মেশিন অচল হয়ে আছে। টেকনোলজিস্টের অভাবে আধুনিক যন্ত্রপাতিও অকার্যকর হয়ে পড়েছে।
প্রতিদিন বর্হিবিভাগে প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। তবে চিকিৎসক সংকটে দায়িত্বরতরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন মুকুল বলেন, ‘ডাক্তারের তীব্র সংকটের কারণে রোগীদের চিকিৎসা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
স্থানীয়রা বলেন, বছরের পর বছর ধরে এমন সংকট চললেও স্থায়ী সমাধান আসছে না। দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাওরাঞ্চলের এই হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এআরএস