Logo

সারাদেশ

গৌরনদীতে বজ্রপাতে পাওয়ার টিলার চালক নিহত

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৯:০৯

গৌরনদীতে বজ্রপাতে পাওয়ার টিলার চালক নিহত

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদীতে বজ্রপাতে জুয়েল হাওলাদার (২৩) নামের এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছেন। এ সময় বকুল বেগম নামের এক নারী আহত হন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে গৌরনদী উপজেলার বার্থী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল হাওলাদার ওই এলাকার মজিদ হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে তিনি ভাড়ায় পাওয়ার টিলার চালাতেন।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টি শুরু হওয়ার আগেই জুয়েল বার্থী এলাকায় একটি জমিতে টিলার সাহায্যে চাষ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা বকুল বেগমও আঘাত পান। স্থানীয়রা দ্রুত জুয়েলকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌলি বলেন, হাসপাতালে আনার আগেই বজ্রাঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বজ্রপাত নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর