Logo

সারাদেশ

কিশোরগঞ্জে রেললাইনে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০:৫৬

কিশোরগঞ্জে রেললাইনে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইনের ওপর থেকে সিমা বেগম (২২) নামে এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার ছয়সূতী টিএনটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিমা বেগম ওই এলাকার বাসিন্দা শাহিন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি কুলিয়ারচরের সালুয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে শাহিনের সঙ্গে সিমার বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সিমার পারিবারিক কলহ চলছিল। এক সপ্তাহ বাবার বাড়িতে অবস্থান করার পর সোমবার (২১ জুলাই) শ্বশুরবাড়িতে ফেরত যান সিমা। পরদিন সকালে রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাইদ আহমেদ জানান, সকালে ছয়সূতী টিএনটি পাড়া এলাকার রেললাইনের ওপর থেকে সিমা বেগমের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আব্দুর রউফ ভূঁইয়া/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর