
বগুড়ায় ছাত্রী হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে ফিরোজ আহমেদ তোতা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) রাতে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তোতা বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বানদিঘী হাপুনিয়া পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোতা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা আমিনুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সোমবার রাতে সাতমাথা এলাকায় আপত্তিকর অবস্থায় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির জানান, ফিরোজ আহমেদ তোতাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তোতা আওয়ামী লীগের দোষর। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমবি