Logo

সারাদেশ

তিস্তা পরিদর্শনে চীনা প্রতিনিধিদল, দ্রুত কাজ শুরুর ইঙ্গিত

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:২৬

তিস্তা পরিদর্শনে চীনা প্রতিনিধিদল, দ্রুত কাজ শুরুর ইঙ্গিত

ছবি : বাংলাদেশের খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে রংপুরে তিস্তা নদী পরিদর্শন করেছে চীনা প্রতিনিধিদল। মঙ্গলবার (২২ জুলাই) সকালে তারা নদীভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

চীনা দূতাবাসের পলিটিক্যাল সেকশনের পরিচালক জং জিংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি রংপুর মহানগর ও জেলার বিএনপি নেতাদের সঙ্গে রংপুর জেলা বিএনপি কার্যালয়ে বৈঠক করেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ অন্যরা।

বৈঠক শেষে প্রতিনিধি দল গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর পাড় এবং লক্ষিটারী ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং কিছু উপহার সামগ্রী বিতরণ করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নই একমাত্র টেকসই সমাধান। এই অঞ্চলের দুই কোটি মানুষের দাবি হলো তিস্তা খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন।’

চীনা দূতাবাসের কর্মকর্তা জং জিং বলেন, ‘আমরা এর আগেও এসেছি। এবারও এসে তিস্তাপাড়ের মানুষের দুঃখ-দুর্দশা দেখে গেলাম। আশা করছি, দ্রুতই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তিস্তা নিয়ে চীন সরকার আন্তরিক।’

সাহানুর রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর