শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ তিন দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:৩৩
-687faf5e40048.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক তালিকা প্রকাশ, সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে জয়পুরহাটে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরীর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে বিকেল সাড়ে ৪টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন—
১. বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক তালিকা প্রকাশ করতে হবে।
২. প্রতিটি শিক্ষার্থীকে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৩. শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ নিশ্চিত করতে হবে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এইচএসসি পরীক্ষার্থী মইনুল হাসান রিসালাত। বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন তুষার, মোহাম্মদ নাফিস ওয়াজ জাহিন ফুয়াদ ও শাকিব মাহমুদ।
বক্তারা বলেন, ‘এইচএসসি ২৫ ব্যাচের ওপর একের পর এক নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। এমন মর্মান্তিক দুর্ঘটনার পরও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গভীর রাতে দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। এমন দায়িত্বহীন আচরণের জন্য শিক্ষা উপদেষ্টাকে আর চাই না।’
জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, ‘স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।’
এআরএস