কুমারখালীতে পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:৩৯
-687fb0968f9b1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামে মর্মান্তিক এক ঘটনায় নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন পল্লী কর্মচারী জাহিদুল ইসলাম (৪৫) ও তার ৯ বছর বয়সী ছেলে জিহাদ।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে জাহিদুল ছেলে জিহাদকে সঙ্গে নিয়ে পাট জাগ দিতে নদীতে নামেন। কাজ শেষে ছেলেকে কাঁধে নিয়ে নদী পার হওয়ার সময় হঠাৎ পা পিছলে জাহিদুল পানিতে পড়ে যান। বাবাকে বাঁচাতে গিয়ে জিহাদও ডুবে যায়।
নদীর তীরে থাকা এক বৃদ্ধের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তল্লাশি শুরু করে। দেড় ঘণ্টা পর উদ্ধার হয় জিহাদের মরদেহ, কিছুক্ষণ পর বাবার মরদেহও পাওয়া যায়।
নিহত জাহিদুল ইসলাম কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের একজন কর্মচারী ছিলেন। তাঁর ছেলে জিহাদ জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জাহিদুলের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘দুজনেই সাঁতার জানত। কীভাবে এমন হলো, কিছুই বুঝে উঠতে পারছি না।’
কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ উদ্ধার করেন।’
কুমারখালী থানার এসআই বিল্লাল হোসেন খান বলেন, ‘প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
উজ্জ্বল মাহমুদ/এআরএস