আসামি ছিনতাই
শেরপুরে পুলিশের ওপর হামলায় আহত ৮, মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:৪৪
-687fb1ca3cc56.jpg)
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুরে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামকে আটকের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার (২২ জুলাই) রাতে ৮ জনের নাম উল্লেখসহ ১০-১২ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেছে।
আসামিদের মধ্যে আছেন নজরুল ইসলাম লিটন (৩৫), সিরাজুল ইসলাম (৫৫), আমিরুল ইসলাম রনি (২৩), রায়হান কবির পলাশ (২৭), গোলাপ হোসেন (৩৫), নুরুল ইসলাম নুর (৫৫), জাফর ইকবাল (৪০), ও সাইদুর রহমান (৫৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (২১ জুলাই) দুপুরে শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে অভিযান চালায়।
শেরুয়া দহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের হওয়া নাশকতা মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর থানায় ফেরার পথে সিরাজুলের ছেলে নজরুল ইসলাম লিটনের নেতৃত্বে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে ধস্তাধস্তির মাধ্যমে সিরাজুলকে ছিনিয়ে নেয়। এতে পুলিশের অন্তত ৮ সদস্য আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং নজরুল ইসলাম লিটনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি মঈনুদ্দিন বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত বছর (৮ অক্টোবর) একই কায়দায় সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।
এআরএস