Logo

সারাদেশ

মাইলস্টোন ট্রাজেডির আরেক দুঃখ, লাশবাহী গাড়ি উল্টে আহত স্বজন

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:৫০

মাইলস্টোন ট্রাজেডির আরেক দুঃখ, লাশবাহী গাড়ি উল্টে আহত স্বজন

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত হয়েছেন তার এক স্বজন।

তানভীর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগরভাতগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুলে শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে গিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি নিহত হন। তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার, তবে সেটি আর পূরণ হলো না।

সোমবার রাতেই তানভীরের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছালে সেটি মহাসড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তার এক স্বজন আহত হন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম জানান, দুর্ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় বিকল্প একটি অ্যাম্বুলেন্সে তানভীরের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। আহত স্বজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তানভীরের মৃত্যু এবং এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, তানভীর অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। তার এমন মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর