Logo

সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:৫৩

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার কাহালু উপজেলার জয়তুল গ্রামে বজ্রপাতে জাকের আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে জমি চাষের সময় হঠাৎ বৃষ্টির মধ্যে বটগাছের নিচে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকের আলী স্থানীয় কৃষক ছিলেন এবং মৃত জামাল উদ্দিনের ছেলে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার জানান, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বজ্রপাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর