বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভোলায় এনসিপির দোয়া মাহফিল

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:৫৭
-687fb500ca80f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের জন্য ভোলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর এনসিপি ভোলা জেলা শাখার উদ্যোগে ছাত্ততুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নেতাকর্মীরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন। উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী রশিদ আহমেদ, ইয়াসিন আরাফাত, শরীফ হাওলাদার, মীর মোশারফ অমিসহ জেলা ও উপজেলা নেতারা।
মীর মোশারফ অমি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের দুঃসময়ে পাশে থাকবে। শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান ও দোয়া অব্যাহত থাকবে।’
বক্তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন এবং গঠিত তদন্ত কমিটিকে প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানান।
এদিকে এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দুর্ঘটনায় দ্রুত সেবাদান ও মানবিক সহায়তা নিশ্চিত করতে একটি জরুরি দল গঠন করেছে।
এআরএস