Logo

সারাদেশ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভোলায় এনসিপির দোয়া মাহফিল

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:৫৭

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভোলায় এনসিপির দোয়া মাহফিল

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের জন্য ভোলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দোয়া মাহফিলের আয়োজন করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর এনসিপি ভোলা জেলা শাখার উদ্যোগে ছাত্ততুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে নেতাকর্মীরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন। উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী রশিদ আহমেদ, ইয়াসিন আরাফাত, শরীফ হাওলাদার, মীর মোশারফ অমিসহ জেলা ও উপজেলা নেতারা।

মীর মোশারফ অমি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের দুঃসময়ে পাশে থাকবে। শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান ও দোয়া অব্যাহত থাকবে।’

বক্তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন এবং গঠিত তদন্ত কমিটিকে প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানান।

এদিকে এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দুর্ঘটনায় দ্রুত সেবাদান ও মানবিক সহায়তা নিশ্চিত করতে একটি জরুরি দল গঠন করেছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর