Logo

সারাদেশ

জামালপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২২:০০

জামালপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলে বিষাক্ত গ্যাসে দুই রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামের সুরুজ মন্ডলের পুত্র মোশারফ হোসেন এবং একই গ্রামের মৃত জোনাব মন্ডলের পুত্র জদু মন্ডল।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রইচ উদ্দিন জানান, সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে জদু মন্ডল গ্যাসে জ্ঞান হারান। তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে মোশারফ হোসেনও জ্ঞান হারান। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর