দেশে দুর্নীতিবাজের অস্তিত্ব সহ্য করব না : ডা. শফিকুর রহমান

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২২:০৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জালিম অতীতে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে আসবে—সেটা আমাদের দেখার বিষয় নয়। যেখানেই জুলুম, সেখানেই সংগ্রাম; যেখানেই অন্যায়, সেখানেই প্রতিরোধ। যেখানেই দুর্নীতি, সেখানেই আমাদের প্রতিবাদ। এ দেশে কোনো দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা সহ্য করব না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে আলহাজ মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে, ততদিন আমাদের প্রতিবাদ, সংগ্রাম চলবে। জামায়াতে ইসলামী আল-কোরআনের আইন চালু করতে চায়। কেননা আল-কোরআনের পথ ধরেই মানুষের এবং বিশ্ববাসীর মুক্তি আসবে। আমাদের কোনো ভুল সিদ্ধান্তে জাতির কোনো অকল্যাণ যেন না হয়।
এর আগে দুপুর ২টার দিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে করে ঈশ্বরদী পৌর শহরের এম. মুনসুর আলী স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি জামায়াতকর্মী কলমের কবর জিয়ারত করতে ছলিমপুরের বড়ইচারা যান। জিয়ারত শেষে তিনি কলমের বাড়িতে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রহিম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান (আটঘরিয়া) মাওলানা জহুরুল ইসলাম খান প্রমুখ।
শফিক আল কামাল/এমবি