Logo

সারাদেশ

চাঁদপুর থেকে আজ আবারও শুরু হচ্ছে এনসিপির ‘পদযাত্রা’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:০৩

চাঁদপুর থেকে আজ আবারও শুরু হচ্ছে এনসিপির ‘পদযাত্রা’

ছবি : বাংলাদেশের খবর

রাষ্ট্রীয় শোক পালনের পর আবারও চাঁদপুর থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। আজ বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপি নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম।

তিনি জানান, ‘এই পদযাত্রা চাঁদপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করতে যাচ্ছে, যা আগামী দিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।’

চাঁদপুরের কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ৯টায় সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বেলা ১১টায় বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার উদ্বোধন, দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন এবং বেলা ২টায় শাহরাস্তির দোয়াভাঙ্গায় সমাপ্তি পদযাত্রার মধ্য দিয়ে চাঁদপুরের কর্মসূচি শেষ হবে।

এই পদযাত্রায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া, এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ইশরাত জাহান বিন্দু, চাঁদপুর জেলা সমন্বয়ক মো. মাহাবুব আলম, সংগঠক মেহেদী হাসান তানিম, সদর উপজেলা এনসিপির আহ্বায়ক তামিম খান, জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।

এদিকে এনসিপির পদযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছে প্রশাসন। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘সারাদেশের মতো চাঁদপুরেও এনসিপির নেতারা পদযাত্রা করবেন। তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে পারেন, সে জন্য জেলা পুলিশের সব ইউনিট কাজ করবে। র‍্যাব ও সেনাবাহিনীও সমন্বিতভাবে নিরাপত্তায় যুক্ত থাকবে।’

তিনি আরও জানান, চাঁদপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলেই আমরা মনে করি। তারপরও সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকব।

মঙ্গলবার বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর