নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৫০
আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১৩:৩০
-68807fa518a0c.jpg)
ছবি : সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। এদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। গুরুতর আহত তিনজনের মধ্যে একজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয়। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি হাইচ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-৯৭৯২) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতই ভয়াবহ ছিল যে, মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবী সুদ্দিনের ছেলে রুবেল হোসেন (৩২)। বাকি নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পরপরই বনপাড়া হাইওয়ে থানা পুলিশ, বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী জানান, ‘আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।’
এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওসি গোলাম সারোয়ার জানান, প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দিন নান্নু বলেন, ‘মাইক্রোবাসটি একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে ট্রাকটি এসে মুখোমুখি ধাক্কা দেয়। মুহূর্তেই মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।’
সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।