Logo

সারাদেশ

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৫:৩৭

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক নিহত। ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় জামান হোসেন (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামান হোসেন চট্টগ্রামের ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো. আইয়ুবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী একটি খোলা ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-৪৫১৯) চলমান সিএনজি পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক জামান হোসেন কেবিনে আটকা পড়েন।

পরে স্থানীয়রা ও জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর