সিলেটে ৬ বেসরকারি হাসপাতালকে জরিমানা, ১টি সিলগালা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৫:৪৮

ছবি : বাংলাদেশের খবর
সিলেট নগরীর লামাবাজার, মির্জাজাঙ্গাল ও স্টেডিয়াম এলাকায় আটটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ছয়টিকে জরিমানা ও একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. পারভেজ। সঙ্গে ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত ও মেডিকেল অফিসার ডা. আবু শর্মা।
সিভিল সার্জন কার্যালয় জানায়, প্রশিক্ষণহীন কর্মী দিয়ে স্যাম্পল সংগ্রহ, অযোগ্য টেকনিশিয়ান ও ডাক্তারের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মির্জাজাঙ্গাল এলাকার আল-কাওছার হাসপাতালে কাগজপত্র নবায়ন না থাকা, ডাক্তার না থাকা এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে চিকিৎসা ও অপারেশনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার সেফওয়ে হাসপাতালকে পূর্বে নোটিশ দেওয়ার পরও লাইসেন্স নবায়ন না করায় তা সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে দুই দিনের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি দল।
এআরএস