Logo

সারাদেশ

পরশুরামে আগুনে পুড়ল ৮ দোকান

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৫:৫৪

পরশুরামে আগুনে পুড়ল ৮ দোকান

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে বাজারের রিপন মজুমদারের মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের বীজ, মুদি, চা, কামার, ক্যামেরা ও প্লাস্টিকের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

পরশুরাম ফায়ার সার্ভিস কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তা না হলে পুরো বাজার পুড়ে যেত।’

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে জালাল উদ্দিনের বীজের দোকান, নুরুল আমিনের চা দোকান, গোলাম মোস্তফা ও রাজীব বিশ্বাসের মুদি দোকান, মো. মিন্টুর ক্যামেরার দোকান, রণি কর্মকারের কামারের দোকান ও দুলাল বিশ্বাসের মুদি দোকান।

ব্যবসায়ী নুরুল আমিন বলেন, ‘কোনো কিছু বের করতে পারিনি। জীবনের সব সঞ্চয় এখানেই ছিল।’
আরেক ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, ‘সমিতি থেকে ঋণ নিয়ে দোকান করেছি, এখন সব শেষ। কী করব বুঝতে পারছি না।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত না হলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর