Logo

সারাদেশ

আশুলিয়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৫:৫৯

আশুলিয়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে আউকপাড়ার ৩০ ফিট রাস্তার পাশে চেকপোস্ট পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আউকপাড়া আদর্শ গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে হোসেন ভান্ডারী (৫০) ও একই এলাকার শেখ লিটন।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, হোসেন ভান্ডারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মাদক মামলা রয়েছে। সর্বশেষ তিনি গত ২৬ মে ২৬৮ পুড়িয়া গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ১ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার ২৮ দিনের মাথায় তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর