লামায় ১ লাখ ৫৫ হাজার ইউক্যালিপটাস-আকাশমণি চারা ধ্বংস

লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:০৪
-6880b3a08a3f5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বান্দরবানের লামায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে লামা পৌরসভার শিলেরতুয়া এলাকার সাইমুম নার্সারিতে ১ লাখ ৫৫ হাজার চারা ধ্বংসের মধ্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা ও কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সারাদেশে এ কার্যক্রম চলছে।’
তিনি জানান, ইউক্যালিপটাস ও আকাশমণি পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এ গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা নার্সারি মালিকদের এসব চারা ধ্বংসের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চারা উৎপাদন না করার অঙ্গীকার নিচ্ছেন।
পরিবেশবান্ধব গাছ যেমন আম, কাঁঠাল, নারিকেল, তাল ও নিমের চারা বিনামূল্যে বিতরণ করছে কৃষি মন্ত্রণালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন জানান, লামা উপজেলায় ৬ লাখ ২৭ হাজার চারা ধ্বংসের লক্ষ্যে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতি চারা বাবদ নার্সারি মালিকদের ৪ টাকা করে প্রণোদনা দেওয়া হচ্ছে।
সরকার ১৫ মে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
এআরএস