ফেনী পৌরসভায় সুবিধাবঞ্চিতদের জন্য স্বাস্থ্যসেবা চালু

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:২৮
-6880b9437a022.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুবিধাবঞ্চিত ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে ফেনী পৌরসভা। মঙ্গলবার (২২ জুলাই) পৌর ভবনের স্বাস্থ্য বিভাগ কক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন।
পৌরসভার সূত্র জানায়, ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা চলবে। সেবা পাবেন পৌর এলাকার সুবিধাবঞ্চিত নাগরিক, পরিচ্ছন্নতাকর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
স্বাস্থ্যসেবার আওতায় জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, ডায়াবেটিস, রক্তচাপসহ সাধারণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে। জটিল রোগীদের সরকারি হাসপাতালে পাঠানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট দুর্নীতির অভিযোগে পৌরসভায় সেবামূলক কার্যক্রম স্থগিত হওয়ার পর এক বছর ধরে এ আউটডোর মেডিকেল সার্ভিস বন্ধ ছিল।
আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপ্রদ সাহা জানান, প্রথম দিন পরিচ্ছন্নতাকর্মীদের ২০টি পরিবারকে চিকিৎসা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে কৃমিনাশক, ভিটামিন ও আয়রন ট্যাবলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, জনস্বাস্থ্য, গণপূর্ত ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘সুবিধাবঞ্চিতদের জন্য সেবাটি নতুন করে চালু করায় তারা উপকৃত হবেন। ধাপে ধাপে আরও উন্নত সেবা চালু করা হবে।’
এআরএস