Logo

সারাদেশ

জাতীয় অনূর্ধ্ব-১৫ দলে বগুড়ার তিন ক্রিকেটার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:৫৮

জাতীয় অনূর্ধ্ব-১৫ দলে বগুড়ার তিন ক্রিকেটার

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলে জায়গা করে নিয়েছে বগুড়ার তিন উদীয়মান ক্রিকেটার—আব্দুর রহমান ইরফান, বায়জীদ বোস্তামী ও আফ্রিদি তারিক।

তিনজনই এবারের রাজশাহী বিভাগীয় অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন বগুড়া জেলা দলের সদস্য ছিলেন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়েন। জাতীয় ক্যাম্পে নিজেদের প্রমাণ করে জায়গা করে নেন চূড়ান্ত দলে।

আব্দুর রহমান ইরফান ও বায়জীদ বোস্তামী নিয়মিত অনুশীলন করেন বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিতে। আফ্রিদি তারিক বর্তমানে বিকেএসপিতে অধ্যয়নরত।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কোচ রিফাত হাসান ও সহকারী কোচ রাশেদের তত্ত্বাবধানে চলতি বছর অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬—উভয় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা। জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পেও ডাক পেয়েছে আরও দুইজন ক্রিকেটার।

জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল বলেন, ‘শহীদ চান্দু আন্তর্জাতিক স্টেডিয়াম থাকলেও স্থানীয় ক্রিকেটাররা সেখানে অনুশীলনের সুযোগ পান না। আউটার স্টেডিয়ামের ইট-সিমেন্টের পিচে খেলে মানসম্মত ক্রিকেটার তৈরি কঠিন। বগুড়ায় একটি পৃথক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে বগুড়া দেশের ক্রিকেটে আরও প্রতিভাবান ক্রিকেটার উপহার দিতে পারবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর