মির্জাপুরে ওভারটাইমের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা বরখাস্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:১০
-6880c3386a1ba.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মমিননগর এলাকায় পোশাক কারখানা ‘বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেড’-এ ওভারটাইম বকেয়া ও লাইনচিপের ‘অশোভন আচরণে’র প্রতিবাদে আন্দোলনে নামেন শ্রমিকরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে।
কারখানার কয়েকশ শ্রমিক কাজ বন্ধ রেখে বিক্ষোভে যোগ দেন। এক পর্যায়ে তারা ম্যানেজার সাদত আনোয়ার ও লাইনচিপ সুজনকে কারখানার ভেতরে অবরুদ্ধ করে রাখেন। বিক্ষুব্ধ শ্রমিকরা লাইনচিপকে মারধরও করেন বলে জানা গেছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওভারটাইমের টাকা বকেয়া রাখা হচ্ছিল এবং লাইনচিপ কর্তৃক অপমানজনক আচরণ করা হচ্ছিল। একাধিকবার অভিযোগ জানিয়েও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, ফলে বাধ্য হয়ে আন্দোলনের পথে যান তারা।
পরিস্থিতি শান্ত হলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির প্রেক্ষিতে লাইনচিপ সুজনকে চাকরিচ্যুত করে।
তবে কারখানার ম্যানেজার সাদত আনোয়ার বলেন, ‘শ্রমিকদের কোনো ওভারটাইমের টাকা বকেয়া নেই। মূল উদ্দেশ্য ছিল লাইনচিপকে সরানো। ওভারটাইমের দাবি শুধু অজুহাত।’
তিনি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে এই সেক্টরে কোনো কর্মকর্তাই স্থায়ীভাবে কাজ করতে পারবেন না।’
মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানায় কাজ স্বাভাবিকভাবে চলছে, তবে শ্রমিকদের মধ্যে এখনও কিছুটা উত্তেজনা রয়েছে।’
এআরএস