Logo

সারাদেশ

চাঁদপুরে চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না : নাসিরুদ্দিন

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:১৩

চাঁদপুরে চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না : নাসিরুদ্দিন

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বারবার হত্যা এবং খুন করতে আসে, ততবার আমরা জেগে উঠে বলব—বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনার মত স্বৈরাচার কায়েম হতে দেব না।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, চাঁদপুরে আমার জন্ম। এখানকার মাটিতেই আমাকে মিশে যেতে হবে। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বারবার হত্যা এবং খুন করতে আসে, ততবার আমরা জেগে উঠে বলব—বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনার মত স্বৈরাচার কায়েম হতে দেব না। চাঁদপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও বালুখেকোদের প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি বলেন, চাঁদপুরের অনেক গ্রাম নদী গর্ভে বিলীন হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বহু মানুষ তাদের বসতবাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে ছিন্নমূল হয়ে বসবাস করছে। এসব মানুষের চোখের দিকে তাকিয়ে হলেও আল্লাহর ওয়াস্তে আপনারা চাঁদপুরকে রক্ষার জন্য বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকুন।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ৫ আগস্টের পর যত ঘটনা হয়েছে, এসব ঘটনায় যেসব তদন্ত কমিটি হয়েছে, এসব কমিটিগুলো যেন প্রত্যেকটি ঘটনার পেছনে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান ও পদ্ধতি দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্তসাপেক্ষে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। বাংলাদেশ এমন ধ্বংসের পরে আর কোনো চুরির খেলা দেখতে চায় না।

তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে। আওয়ামী লীগ এবং তাদের দোসররা আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে—সেই সুযোগ আমরা আর এ বাংলাদেশে দেব না। আমাদের রাজনৈতিক আদর্শ ও নাম ভিন্ন হতে পারে। আমরা বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি। তবে যদি আওয়ামী লীগের প্রশ্ন আসে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সন্ত্রাসীদের প্রতিহত করব।

সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন বলেন, বিমান দুর্ঘটনার পরবর্তী সময়ের ঘটনাগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা সবাই শোকাহত দিন পার করছি। জুলাই পদযাত্রা এই পর্যায়ে এসে শোক পদযাত্রায় পরিণত হয়েছে।

চাঁদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের এই মাটিতে কতজন ব্যক্তি শহীদ হয়েছেন। আপনারা এই শহীদ মায়েদের আর্তনাদ শুনেছেন। বাংলাদেশের উর্বর মাটি শহীদদের রক্তে রঞ্জিত। আমাদের মনে প্রশ্ন জাগে—কতদিন পর্যন্ত এই শহীদদের রক্তের মর্যাদা ভুলুণ্ঠিত হবে?

তিনি বলেন, আমরা দেখেছি, অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের দুই হাজার শহীদের দায়িত্ব নেয়নি। তাদের পরিবারের দায়িত্বও নেয়নি। একই সাথে আমরা বিস্মিত হয়েছি, অন্তর্বর্তী সরকার মাইলস্টোন কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য জনগণের কাছ থেকে সাহায্য চাইছে।

পদযাত্রা শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এনসিপি চাঁদপুর জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান।

পদযাত্রার পূর্বে এনসিপি নেতারা চাঁদপুর সার্কিট হাউস থেকে একটি শোক র‌্যালি নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে পদযাত্রা স্থলে উপস্থিত হন। এর আগে চাঁদপুর সার্কিট হাউস সভাকক্ষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে চাঁদপুর শহরে অনুষ্ঠানের শেষে এনসিপি নেতারা হাজীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তা বিশ্বরোড এলাকায় শহীদ আজাদ সরকার চত্বর উদ্বোধন করেন। সর্বশেষ শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পথসভা করেন। সেখানে বক্তব্য দেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। অনুষ্ঠান শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশে সড়কপথে চাঁদপুর ত্যাগ করেন।

আলআমিন ভূঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর