কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:১৯
-6880c556ecc73.jpg)
ছবি : সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় ট্রেনে কাটা পড়ে আঞ্জুয়ারা খাতুন আনচি (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জুয়ারা খাতুন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের কোরবান আলীর মেয়ে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. তৌহিদুর রহমান জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং রাতে স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। রাত ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস (৭৪৭ নম্বর) ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার সকাল ১০টার দিকে যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
এআরএস