Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:২৪

মুন্সীগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে বিরোধের জেরে মাহিম সরকার হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে আলহাজ এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে নিহত মাহিমের বাবা সবুজ সরকার, মা, ভাইসহ পরিবারের সদস্য এবং স্থানীয়রা অংশ নেন। বক্তারা মামলার প্রধান আসামি নাঈম শিকদারের সর্বোচ্চ শাস্তি এবং পলাতক আসামি ইমরানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ মে বাঘাইকান্দিতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত হন মাহিম সরকার (২০)। পরে তাকে ঢাকা ইসলামিক হাসপাতালে ভর্তি করা হলে ৩০ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরদিন মাহিমের বাবা সবুজ সরকার সদর থানায় নাঈম শিকদার ও ইমরানকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন প্রধান আসামি নাঈমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেও ইমরান এখনও পলাতক।

বুধবার আদালতে কারাবন্দি আসামি নাঈমকে হাজির করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর