বরিশালে আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:৩০
-6880c7b946c14.jpg)
মনিরুল ইসলাম ছবি। ছবি : সংগৃহীত
বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহরের জিলা স্কুল মোড় এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং বরিশাল বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি মিজানুর রহমান বলেন, “মনিরুল ইসলাম ছবির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”