মান্দায় কৃতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহমূলক পুরস্কার বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:৩৫
-6880c900a491d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর মান্দা উপজেলায় পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)–এর আওতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ আলম শেখ, সাহাপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপন ও শিক্ষার্থীর অভিভাবক সাইফুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা—মো. ফারুক ইসলাম, আবু রায়হান ও উরমিলা আক্তার—শিক্ষাক্ষেত্রে এ ধরনের উদ্যোগকে উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেন এবং আরও ভালো ফলাফলের প্রত্যয় জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এআরএস