Logo

সারাদেশ

বগুড়ায় হত্যা মামলায় ২৩ বছর পর আসামির যাবজ্জীবন

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:৩৬

বগুড়ায় হত্যা মামলায় ২৩ বছর পর আসামির যাবজ্জীবন

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে আনারুল ইসলাম হত্যা মামলায় দীর্ঘ ২৩ বছর পর একমাত্র আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডের মধ্যে অধিকাংশ নিহতের পরিবারকে দেওয়া হবে এবং ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা থাকবে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭-এর বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) আজাদ হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালের ১ জুন রাত সাড়ে ৯টার দিকে আনারুল ইসলাম তার ভগ্নিপতির বাড়িতে যাওয়ার পথে কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে ওত পেতে থাকা আসামি আজিজার রহমান তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আনারুল মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনারুল মারা যান। পরে এলাকাবাসী আজিজারকে রক্তমাখা ছোরাসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর থেকে মামলার বিচারিক কার্যক্রম চলছিল। তবে দীর্ঘ সময় ধরে সাক্ষীদের অনুপস্থিতি ও হাজিরার অনিয়মের কারণে মামলাটি দীর্ঘসূত্রতায় পড়ে। অবশেষে দুই দশকেরও বেশি সময় পর মামলার বিচারকাজ শেষে রায় ঘোষণা করা হয়।

আদালতের অতিরিক্ত পিপি আজাদ হোসেন তালুকদার বলেন, আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। অবশেষে আদালত মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

জুয়েল হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত হত্যা / খুন মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর