
জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কাকলি কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কাকলি কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কাকলি কবীর জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত শফিকুল ইসলাম খোকার মেয়ে।
সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, কাকলি কবীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এমবি