Logo

সারাদেশ

বিদ্যালয়ের সুরক্ষা দেয়াল রক্ষায় শিবালয়ে মানববন্ধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:১৪

বিদ্যালয়ের সুরক্ষা দেয়াল রক্ষায় শিবালয়ে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সুরক্ষা দেয়াল অক্ষুণ্ন রাখার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সুরক্ষা দেয়াল নির্মাণের পর থেকে বিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ, ধূমপান, ইভটিজিংসহ নানা অপ্রীতিকর ঘটনা কমে গেছে। অথচ এখন কেউ কেউ দেয়ালটি ভাঙার পাঁয়তারা করছে, যা বিদ্যালয়ের নিরাপত্তার জন্য হুমকি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুস ছাত্তার বলেন, ‘দেওয়ালটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভেঙে ফেলার কোনো যৌক্তিকতা নেই।’

প্রধান শিক্ষক মো. সফিউদ্দিন মহি বলেন, ‘দেওয়ালের কারণে শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। ক্লাস ফাঁকি কমেছে, শিক্ষার্থীরা মনোযোগী হয়েছে।’

শিক্ষার্থীরা জানান, দেয়াল হওয়ার আগে বহিরাগতদের উপস্থিতিতে তারা ভীত থাকত। এখন তারা নিরাপদে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দেয়ালটি অক্ষুণ্ন রাখার দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর