অধিভুক্তি বাতিলের দাবিতে বরিশালে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:১৭
-6880d2f0c0c6b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বতন্ত্রতা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান অধিভুক্তি কাঠামোর কারণে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতা, পরীক্ষা গ্রহণে বিলম্ব এবং ডিগ্রি প্রদান নিয়ে সংকট নিরসনে বিআইটি মডেলের মতো কার্যকর ও স্বায়ত্তশাসিত কাঠামো জরুরি।
তারা একটি জাতীয় প্রকৌশল শিক্ষা কমিশন গঠনের দাবি জানিয়ে বলেন, সরকারি প্রকৌশল কলেজগুলোকে সময়োপযোগী ও কার্যকর ব্যবস্থাপনায় আনার এখনই উপযুক্ত সময়।
এআরএস